জাপানে মার্কিন ঘাঁটির ভাগ্য নির্ধারণী ভোট

জাপানের ওকিনাওয়া দ্বীপের অধিবাসীরা রোববার গভর্নর নির্বাচনে ভোট দিয়েছেন। এখান থেকে মার্কিন সামরিক ঘাঁটি স্থানান্তর করা হবে কিনা ভোটের ফলাফলের মাধ্যমে তা নির্ধারিত হবে। জনমত জরিপে দেখা যাচ্ছে, মার্কিন ঘাঁটিবিরোধী প্রার্থী তাকেশি ওনাগা বর্তমান গভর্নর হিরোকাজু নাকাইমার চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। নাকাইমা ভোটে জিতলে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ঘাঁটি স্থানান্তরের কাজটি এগিয়ে নিতে পারবেন। গত বছর ফুতেনমা বিমান ঘাঁটি সরিয়ে নেয়ার বিষয়টি অনুমোদন করার পর থেকে গভর্নর নাকাইমা তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এছাড়া, ওকিনাওয়া দ্বীপে মার্কিন ঘাঁটির অবস্থানের বিরুদ্ধে ১৭ বছর ধরে প্রতিবাদ-বিক্ষোভ হয়ে আসছে। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ওকিনাওয়ার এ ঘাঁটি সরিয়ে নেয়ার সুযোগ দিলে ওই এলাকাকে অর্থনৈতিকভাবে বিশেষ সুবিধা দেয়া হবে বলে জাপান সরকার প্রতিশ্র“তি দিয়েছে। কিন্তু বিরোধীপ্রার্থী ওনাগা বিজয়ী হলে এসবের বিরুদ্ধে ভেটো দিতে পারবেন যা হবে কেন্দ্রীয় সরকারের জন্য এক ধরনের বিপর্যয়।