কুকুর পোষার শাস্তি ৭৪ বেত্রাঘাত!

কুকুর পুষলে বা সেটিকে রাস্তায় নিয়ে কেউ বাইরে বের হলে শাস্তি হিসেবে ৭৪টি বেত্রাঘাত করার আইন পাস করতে যাচ্ছে ইরানের পার্লামেন্ট। সম্প্রতি দেশটির একটি সংবাদ মাধ্যমে জানানো হয়, ইতিমধ্যে দেশটির ৩২ জন সংসদ সদস্য এ বিষয়ে একটি খসড়া বিলে স্বাক্ষর করেন। এই আইনভঙ্গকারীদের শুধু বেত্রাঘাতই নয়, একইসঙ্গে ৩৭০ ডলার থেকে ৩ হাজার ৭০০ ডলার পর্যন্ত জরিমানা করারও পরামর্শ দেন সংসদ সদস্যরা। ইসলামী দেশ হিসেবে ইরানে মুসলমানদের কাছে কুকুর পোষা অপরিচ্ছন্নতার লক্ষণ বলে বিবেচিত হয়। সে জন্য দেশটিতে কারও বাড়িতে কুকুর দেখা যায় না। যদিও কেউ কেউ গোপনে কুকুর পোষেন।
শুধু কুকুর নয়, বানর পুষলেও মানুষকে একই রকম শাস্তির মুখোমুখি হতে হবে। ওই আইনের খসড়া বিলে উল্লেখ করা হয়, প্রকাশ্যে কোনো স্থানে কুকুর বা বানরের মতো প্রাণী নিয়ে হাঁটা বা সেগুলোর সঙ্গে খেলা করা ইসলামী সংস্কৃতিবিরোধী। তা যেমন অস্বাস্থ্যকর তেমনি অন্যদের বিশেষ করে নারী ও শিশুদের শান্তি বিনষ্টের কারণ। এ ধরনের কোনো প্রাণী কারও কাছে ধরা পড়লে সেগুলোকে চিড়িয়াখানা বা বনে ছেড়ে দেয়া হবে। এনডিটিভি।