সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা টিউলিপের

সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি বলেন, নির্বাচনে জয় লাভের পেছনে সিলেটীদের অবদান অনেক বেশি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও বৃটেনের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকী গতকাল সকালে লন্ডন থেকে ঢাকায় ফেরার পথে সিলেটে যাত্রা বিরতিকালে তিনি কৃতজ্ঞতা জানান। এ সময় টিউলিপ সিদ্দিকীকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন সিলেটবাসী। সিলেট আওয়ামী লীগসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। গতকাল সকাল ৯টা ৫৫ মিনিটের সময় টিউলিপ সিদ্দিকী বিজি-০০৬ একটি ফ্লাইটে সিলেট এমএজি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান টিউলিপ সিদ্দিকী ও তার মা শেখ রেহানা। পরে সকাল সাড়ে ১১টায় বিজি ০০৬ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান টিউলিপের বরাত দিয়ে বলেন, ‘সিলেটে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে টিউলিপ বলেছেন, ‘বৃটেনের নির্বাচনের সময় লন্ডনে অবস্থানরত সিলেটীরা আমাকে অনেক হেল্প করেছে। তাদের সহযোগিতা ও আন্তরিকতায় আমি নির্বাচনে বিজয়ী হয়েছি। নির্বাচনে জয় লাভের পরই আমি সিলেটে আসার পরিকল্পনা করেছিলাম। অবশেষে আজ আমি আসলাম।’ এ সময় আওয়ামী লীগ নেতারা সিলেট ঘুরে দেখার আমন্ত্রণ জানান টিউলিপকে। পরে তিনি বড় কোনো অনুষ্ঠান হলে সিলেট আসবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। টিউলিপ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জানিয়ে কামরান বলেন, ‘সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর থেকেই টিউলিপ স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। আগামী দিনেও তিনি দেশবাসীর দোয়ায় দায়িত্ব সঠিকভাবে পালন করতে চান।’ এ সময় আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতা। এ ছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়া, সিলেটের পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, পুলিশ সুপার নুরে আলম মীনাসহ প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।